বর্তমানে বাংলাদেশের মোস্ট হাইপড ডিভাইস realme c75 এই ডিভাইসটার স্পেশালিটি পারে ঢুকে না মানে কোনভাবেই ঢুকে না এমন একটা বিষয় যে আমরা দেখলাম বাট শুধু কি তাই তাই দেখেই আপনি কিনবেন ওটা তো আসলে একটা ফোনের সবকিছু বিচার গুণ করা যায় না ওটা দেখে তাই না এটার পারফরমেন্সের কি অবস্থা ক্যামেরার কি অবস্থা ব্যাটারির কি অবস্থা ডিসপ্লের কি অবস্থা দাম ঠিক আছে কিনা এগুলা দেখতে হবে তো এজন্য কি করতে হবে realme এর এই পুরো ব্লগ পোস্টটি পুরোটা পড়তে হবে তারপর আপনি আপনার ডিসিশন মেক করেন খালি ওইগুলা দেইখে লাফ দিয়া পইড়েন না আর কেনার জন্য
পাগল হইয়া যাইয়েন না realme C75 বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়েছে দুইটা ভেরিয়েন্টে 8 128 ও 8 256 gb এই ভেরিয়েন্টের দাম হলো গিয়ে ৳19,999 পরবর্তী ভেরিয়েন্ট ৳22999 20000 আর 23000 এই হচ্ছে বিষয় এখন এই ডিভাইসটা যদি দেখতে যাই দেখতে বর্তমান সময়ের স্মার্টফোন গুলোর মতই ডিজাইন প্রায় অলমোস্ট সিমিলার রিয়ার প্যানেলটাতে আমরা গ্লাসের মত একটা কিছু দেখব এটা যদিও গ্লাস না প্লাস্টিকই বাট ফ্রস্ট্রেট হওয়াতে এটার উপরে ফিঙ্গারপ্রিন্ট পড়লেও খুব একটা দেখা যায় না মানে খুব কম দেখা যায় আর কি আর জিনিসটা ধরতেও ভালো লাগতেছে
ইটস ট্রু বডি ফ্লেমটা প্লাস্টিকের তৈরি যেখানে আমরা দেখছি যে আমাদের হাতে যে কালার ভেরিয়েন্টটা রয়েছে এটা বেশ সুন্দর গোল্ডেন কালার দেওয়া রয়েছে আর কি দেখতে ভালো লাগতেছে আর ক্যামেরা মডিউলটা দেখলে আপনার মনে হবে তিন তিনটা ক্যামেরা এবং আসলে দুইটা ক্যামেরা আছে এখানে প্লাস সেকেন্ডারি নয়েজ মাইকটা আছে এই সাইডটাতেই কিন্তু 35 মিলিমিটার হেডফোন জ্যাক আর কি নেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যা সাইড মাউন্টেন পজিশন আমার হাত অনুযায়ী ঠিকঠাক আছে এটা প্রত্যেকবারই পারফেক্টলি রিড করতে পারছে শক্তর বেলায় এই ফোন মোটামুটি ভালোই শক্তভুক্ত ডিউরেবল হবে বলে
আশা করছি একবার ড্রপ টেস্ট করেই দেখা যাক খারাপ না ওকে এছাড়াও এটাতে কিন্তু আইপি 68 69 এর রেটিং রয়েছে এবং আমরা উড়াধুরা একটা টেস্ট করছিলাম এটাতে কারণ এর আগে আমার আইপি 69 এর রেটিং টেস্ট করা হয় নাই তো যেহেতু এটার মধ্যে দিয়ে একটা চান্স পেয়ে গেছি এবং স্পেশাল একটা টেস্ট দিয়ে দিছি আমরা যেটা করছিলাম যখন কক্সবাজারে গেলাম এই ফোনটাও নিয়ে গেলাম এবং এইটাকে জেডস্কির সাথে বেঁধে পানিতে ফেলে আমরা বেশ কিছুক্ষণ জেটকি চালালাম এবং ভাই পানিতে কিছুই হয় নাই এই জিনিসের এটা সত্যি কথা যে হেভি পানির ফোর্সে এটার মাঝে পানি
ঢোকার কোন পসিবিলিটি নেই বাট একটা ব্যাপার মাথায় রাখবেন যদি পানির গভীরে নিয়ে যান তখন পানির প্রেসার আরো অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু একটা টাইমের পরে পানি ঢুকলেও ঢুকতে পারে কিন্তু নরমালি রেগুলার ইউজ হঠাৎ করে ধরুন বৃষ্টি নেমে গেল হেভি ফোর্সের পানি লেগে গেল সমস্যা নেই আবার একটু অনলাইন ঘাটিয়ে দেখলাম এটাতে নাকি মিলিটারি স্ট্যান্ডার্ড 18 এইচর সার্টিফিকেশনও রয়েছে তো যেটা তো বেশ শক্তভুক্ত হওয়ারই কথা আর কি বাট এইটা একদম সিওর না যে ওই রাগ টাইপের প্রেসার নিতে পারবে কিনা সো যাই হোক এটার ওজন হলো গিয়ে 196 গ্রাম এর মতন তো ওয়েট মোটামুটি
ওকে ওয়েট ব্যালেন্সটা একদম পারফেক্ট হয় নাই সামনের দিকটাতে একটু যে বেশি ভারী এইদিকটাতে দ্যাটস ইট আচ্ছা ফোনের সাইজ হলো 672 ইঞ্চ আইপিএস এলসিডি প্যানেল যেখানে 90 hz হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 690 নিটস ব্রাইটনেস রয়েছে এখানে তো এই প্রাইস পয়েন্টে এসে অফিসিয়াল হলেও আমরা আশা করি অ্যামোলেট অ্যামোলেট জাতীয় কিছু অথবা এটার সাথে যদি 120 হার্ট থাকতো তাহলে বোধহয় আরো বেটার ডিল হতে পারতো তো এইটার যে আইপিএস টা এটা খারাপ না এটা মোটামুটি ভালোই লোয়ার্চিংটা আরেকটু ন্যারো থাকলে তো দেখতে ভালো লাগতো আর এর যে পাসল কাটঅফটা
আছে এইটা টপ সেন্টারে এটার সাইজটা মোটামুটি ওকে আছে আইপিএস গুলোতে আমরা এমনটাই দেখি প্লাস এটার কাছ থেকে দেখলেও খুব একটা আপনি ওই যে কি বলে শ্যাডো ইস্যুটা লক্ষ্য করবেন না আর কি ব্রাইটনেস একটু কম মনে হয়েছে ইনডোরের জন্য পারফেক্ট বাট আউটডোরের ডিরেক্ট সানলাইটে আপনার কাছে মনে হবে আরেকটু ব্রাইট হলে ভালো হতো বিশেষ করে যখন কি আপনি এই ফোনটা দিয়ে ছবি তুলতে যাবেন তখন গিয়ে আপনার মনে হবে এটা একটু স্ট্রাগল করছে টাচ রেসপন্স ভালো 90 হz টা দেখলাম ঠিকভাবে পুশ করছে এমনকি আমরা ইউএফও টেস্ট দিয়ে দেখছিলাম সেখানেও দেখলাম এটা
ঠিকভাবে পুশ করছে আর কি আর এই ডিসপ্লেটাকে প্রোডাকশন করছে আর মার্শেল গ্লাস এইটা শক্ত কতটুকু আসলে আমি সিওর না তবে যত্নশীল হওয়াই উচিত এখন এইটার দাম যদি বলি 20000 টাকা ওই প্রাইস পয়েন্টে এসে আইপিএস নিয়ে আমি কমপ্লেইন করছি না ওকে ঠিক আছে বাট 120 hz নিয়ে কমপ্লেইন থাকলো আর যখন কিনা এটার হাইয়েস্ট ভেরিয়েন্ট 23 হাজার টাকা তখন আইপিএস টা একটু বেমানানো লাগছে বা আমি বলব ওই ভেরিয়েন্টের দাম একটু বেশি হয়ে গেছে আসলে আরেকটু কম দুইটা ভেরিয়েন্টে একটু কম দাম থাকলে পরে ডিসপ্লে নিয়ে আসলে কমপ্লেনের হয়তো সুযোগ থাকতো না এখন একটা
সুবিধা আছে কি এই ফোনটা কেনার পরে আপনি গ্রীন লাইনের মালিক হচ্ছেন না এইটা একটা সুবিধা আর কি আচ্ছা সে যাই হোক না কেন নতুন প্রসেসর রয়েছে মিরাটেক z92 max একদম লেটেস্ট কিছু এবং হ্যাঁ এটা আমার হাতে প্রথম স্মার্টফোন এই প্রসেসর যুক্ত রান করছে realme ui 50 বেসড অন এন্ড্রয়েড 14 আর এটাতে কিন্তু র্যাম আছে ওই যে বললাম 8 gb এবং স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে 256 এবং 128 এমনিতে realme ui কিন্তু বেশ ডিসেন্ট একটা জায়গায় থাকে বলতে পারেন এন্ড্রয়েড এর মধ্যে এবং কোন ঝইঝ ঝামেলা নেই বাঘ ভাল্লুক হাতি ঘোড়ার দেখাও খুবই কম পাওয়া
যায় বাট বেশ কিছু মাগনা ব্লোয়ার পাওয়া যায় যা এই ডিভাইসেও আছে মোর অ্যাপ মাস্ট প্লে হট অ্যাপস হট গেমস বাও মৌ কি নাম ভাইরে ভাই আরো অনেক কিছু আছে এখানে যেগুলো আপনার প্রয়োজন হবে না ভাই জাস্ট আনন্স্টল করে ফেলবেন সেক্ষেত্রে এর ইউআই থেকে একটা ক্লিন ভাইও আসবে এমনকি ফোনের উপরে প্রেসারটা কম দিবে এবং সেটাই করা উচিত হবে মিডিয়াটেও জিন আর মিডিয়াটে খেলেও জিটু এর মাঝে একটা বিস্তর তফাত আছে কিন্তু যদি বলেন কে এগিয়ে আছে অবশ্যই জিন এগিয়ে আছে আর এটাকে আপনি বলতে পারেন ওই যে প্রিভিয়াস জেনারেশন যেগুলো ছিল লাইক
88 বা এরপরের যে ভার্সন গুলা তার থেকে এটা কিঞ্চিত এগিয়ে আছে লেটেস্ট এসোসি বাট এটা আবার 12 এনএম এর যে জায়গায় আবার কিঞ্চিত পিছিয়ে আছে একটু বেশি ব্যাটারি কনজিউম করবে আর কি তবে রেগুলার টাস্কিং এ realme ui এর সাথে z9 যুক্ত যদি realme অন্য ডিভাইসের সাথে আমি কম্পেয়ার করি তাহলে কিন্তু এই ডিভাইসটার পারফরমেন্স আলাদা করা মুশকিল হয়ে যায় মানে ডে টু ডে টাস্কের ক্ষেত্রে যেমন অ্যাপ থেকে অ্যাপে সুইচ করছেন আপনি একসাথে বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করছেন মাল্টিস্কের কথা বলছিলাম র্যাম ম্যানেজমেন্টের কথা
বলছিলাম সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করতে পারছে এবং আপনার কাছে মনে হবে ওকে ফাইন আমি z89 এর মতই রেজাল্ট পাচ্ছি বাট আপনি গেমিং এ কিন্তু তেমন রেজাল্ট পাবেন না গেমিং এর ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন z89 এর চাইতে এগিয়ে আছে অবশ্যই আমি মনে করি বেসিক গেমিং এর জন্য এর পারফরমেন্স মোটামুটি ঠিকঠাকই আছে তবে আপনি যদি গেমিং এর জন্যই এরকম প্রাইস পয়েন্ট থেকে এই ডিভাইসটা নিতে চান তাহলে আমি বলব এর চাইতে বেটার প্রসেসর জিন যুক্ত ডিভাইসই আপনি এভেলেবেল পেয়ে যাবেন সেগুলো নিলে বরং আপনার জন্য ভালো আর এটা থেকে হ্যাঁ ফ্রি ফায়ার
ট্রিফায়ারও খেলা যায় লোয়ার সেটিংসে খেললে মোটামুটি একটা প্লেয়াবল রেজাল্ট পাওয়া বাট লং টার্মে এটা মোটামুটি ভালোই হিট জেনারেট করছিল কিন্তু এই যে দেখুন 23 হাজার টাকায় এসে যখন আপনি এই প্রসেসরটা পাবেন তখন আপনার কাছে একটু ছোটই মনে হবে সেই জায়গায় কিন্তু এটা পিছিয়েই পড়ে ক্যামেরার রিয়ারে 50 মেগাপিক্সেল মেইন সেই সাথে আরো একটা সহকারী সেন্সর রয়েছে দুই আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেলের শুটার একদম realme টোনগুলো খুব সুন্দর ভাবে দেখছিল কালার টোনটা ভালো লাগবে আপনাদের কাছে একটু আইকসি টাইপের
কালার দিচ্ছে একটু ভাইব্রেন্ট ভিট টাইপের দেখতে সুন্দর লাগে প্রপার লাইটিং কন্ডিশনের ছবিতে শার্পনেস ডিটেইল ওয়ান পয়েন্টেই আছে বলা যায় তবে ডায়নামিক রেঞ্জে আরেকটু হওয়া উচিত ছিল আরেকটু বেটার রেজাল্ট আশা করছিলাম আমি এমনকি হেভি এক্সপোজার জায়গাগুলোতে ক্যালকুলেশন করতে গিয়ে এটা একটু হিমসিম খেয়ে যায় সেটা হয়তো আপনি কয়েকটা ছবি দেখলেই টের পাবেন বাট পারফেক্ট সিনারিওতে যেখানে লাইটিং কন্ডিশন ঠিকঠাক আছে সেখান থেকে কিন্তু খুব সহজে ইউজেবল ফুটেজ বের করা সম্ভব লো লাইটে বা একটু শ্যাডোর দিকে আপনি ছবিতে ততটা ডিটেইল পাবেন না ইভেন একটু সফটও করে প্লাস
গ্রেনের দেখাও পাওয়া যায় তবে লো লাইট এরিয়াতে বা রাতে আপনি অবশ্যই নাইট মোড ব্যবহার করার মত সুবিধা তো পাচ্ছেন নাইট মোড অন করে নিলে যেটা হয় আপনাকে একটু বেশ ভালোই টাইম দিতে হবে মানে শাটার স্লো হয়ে যায় তো সেই ক্ষেত্রে যদি স্টেডি ভাবে তুলতে পারেন তখন কিন্তু ইউজেবল ছবি বের করা সম্ভব হয় কি ছবিগুলো তখন মোটামুটি শার্ট লাগে এবং একটু কন্ট্রাস্টে করে প্রেজেন্ট করে দেখতে ভালোই লাগে বাট ওই যে শাটার একটু ডিলে আছে ইভেন ডিলাইটেও দেখছিলাম এটার শাটারটা একটু ডিলে দেয় আরেকটু ফাস্ট করা উচিত ছিল আশা করছি এই বিষয়গুলো ফিক্সেবল এবং ওর আপডেটের
মাধ্যমে এগুলো চাইলে হয়তো ফিক্স করতে পারবে আচ্ছা পোর্ট্রেট মোড পাবেন তবে পোর্ট্রেট মোডে টু এক্স এর অপশনটা নেই ওটা আমি মিস করছি ওইটা থাকলে আরো সুন্দর ছবি পাওয়া যেত সিওর তো যেটা হয় এস ডিরেকশন বেশ ভালোই কারণ কালারটা একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে স্কিনটা আর কি বিশেষ করে দেখতে খারাপ লাগে না ভালোই লাগতেছে তবে একটু টু এক্সট্রা আমি মিস করতেছি এই এটাই আর এসডিশনে একটু ক্রিটিক্যাল জায়গাগুলোতে মিসম্যাস পেয়েছি ওকে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেল এইটাতেও একটা হালকা ওয়ার্ম টোন আপনি লক্ষ্য করবেন একটু
ওয়ার্ম স্ক্রিন দেয় দেখতে খারাপ লাগছে না এখানেও এটার ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলটা ওই রিয়ার ক্যামেরার মতই মনে হয়েছে এবং আউটডোরে আমরা শার্পনেস রিটেল ভালো পেলেও ইনডোরের দিকে ততটা ছিল না কিন্তু এক্ষেত্রেও এমনকি একটু লো লাইটের গ্রেনও নিয়ে নিয়েছিল এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা কিছুটা সফট করেও প্রেজেন্ট করে এজ এজ অন্যান্য এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন গুলোর মতোই ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1000p 30 এফপিএস এ এই ভিডিওতে আসলে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল আমার মনে হয় বেশ ভালোই 23000 দিয়ে যদি কেনেন তাহলে আপনার কাছে মনে হবে ভিডিওর জন্য এই
জিনিসটা আসলে হইলো না আরো বেটার কিছু দেওয়ার দরকার ছিল realme এখানে ডুয়েল স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি সত্যিই বেশ ভালো বেশ লাউড এন্ড ক্লিয়ার এটার সাউন্ড যদিও একটু বেশি এটা স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গেছে কম্পাজিটের ফোনের জন্য তবে ক্লিয়ার সাউন্ডই পাওয়া যায় আমি আমার এই ডিভাইস থেকে ফুল ভলিউমের ডিস্টরশন পাইনি কথা বলে মজা পাবেন এই ডিভাইসে কারণ এটার real সাউন্ড আবার ভালো আছে নেটওয়ার্ক রিসিপশনে কোন সমস্যা নেই বোথ কানেকশনে সে জায়গায়ও ঠিকঠাক পেয়েছি তবে যে জায়গায় আপনাকে আরো বেশি সারপ্রাইজ করবে এই পাতলা ফোনটার মাঝেই কিন্তু 6000
এমএইচ এর ব্যাটারি রয়েছে এবং 45 ওয়াট এর চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সেই এই কম্বোটা কিন্তু স্ট্যান্ডার্ড যখন কিনা আপনি 20k প্রাইস পয়েন্টে কিনছেন এই ডিভাইসটা স্ট্যান্ডার্ড এর চাইতেও একটু উপরে দেয় ব্যাটারিটা আমাদের এই যে হেভি ইউজেস বা টেস্টিং পিরিয়ডে আমরা দেখছিলাম এটা সাড়ে আট ঘন্টার মতো এসডি দিচ্ছে যেটা মোটেই কম না একদিন প্লাস টাইম এই ডিভাইস আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন আমি যতটুকু জানি এই ডিভাইসটা গোল্ড এন্ড ব্ল্যাক কালার ভেরিয়েন্টে পাওয়া যায় আমাদের হাতেরটা অবশ্যই গোল্ড এটার বোধহয় ব্ল্যাক কালার ভেরিয়েন্টের একটা পাওয়া
যায় তো ওটাও চাইলে দেখতে পারেন তো আমি শুরুতে যেটা বলছিলাম একটা ফোন আপনি জাস্ট পানি ঢুকে না এটা দেখে আপনি কিনে ফেলবেন না আরো বেশ কিছু বিষয় আছে যেমন দেখুন এই যে এরকম প্রাইস পয়েন্টে এসে আপনি যদি একটা গেমিং এর জন্য ডিভাইস চয়েস করতে চান তাহলে এইটা আপনাকে মোটেই আমি রিকমেন্ড করছি না বা সাজেশন দিচ্ছি না নেওয়ার জন্য আবার আপনার যদি অ্যামোলেট ডিসপ্লে যুক্ত ফোনেই দরকার হয় যেটার ডিসপ্লের কালার প্রিপারেশন আরো বেশি ভালো লাগে তাহলেও কিন্তু এই ডিল আপনার জন্য না বাট এই ডিল তাহলে কাদের জন্য যারা রাফ এন্ড টাফ ইউজার
যাদের পানি টেনে ঢোকার একটা পসিবিলিটি থাকতে পারে একটা ভয় আছে দীর্ঘদিন একটা ডিভাইস একটু মানে ঐভাবে ব্যবহার করতে চাচ্ছেন হ্যাঁ তারা চয়েস করতে পারেন যারা একটা ডিসেন্ট পারফরমেন্স চান না আমি হেভি গেমিং করবো না বাট আমার ইউআই থেকে একটা স্মুথ রেজাল্ট চাচ্ছি তাতেই আমি সন্তুষ্ট আছি রেগুলার পারফরমেন্স ভালো হলে চলবে এবং র্যাম ম্যানেজমেন্ট একটু ভালো হওয়া চাই তাদের জন্য ঠিক আছে মেইন ক্যামেরাটা প্রপার লাইটিং কন্ডিশনে ঠিকঠাক লাইটিং কন্ডিশনে এটা ভালো ছবি দিলে আমি খুশি তারা এটা দেখতে পারেন এখন আশা করছি আপনারা
ক্লিয়ার এই ফোন কাদের জন্য কাদের জন্য না। ভালো থাকবেন কেমন লাগলো এই ডিভাইস, কমেন্ট করে জানাতে ভুলবেন না আর realme এর পাশাপাশি samsung এর কোন ব্আলগ পোস্ট চান কিনা কোন সাজেশন যদি থাকে সেগুলো ভাই কেন দেন না কোন কিছু ভালো না লাগলেও
তো সেটা বলবেন যে Arif Rahman(owner of www.mahabishwatvnewscom and owner of Arif Fashion Brand) ভাই এটা করেন ওইটা করলে ভালো হবে আমাদের জন্য এটা সুবিধা এখন এটা দরকার এগুলো না বললে ভাই ফিডব্যাক না থাকলে আমরা কেমনে আমাদেরকে আরো ইমপ্রুভ করবো রাইট বুঝতে হবে ব্যাপারটা ভালো থাকুন বাই বাই।দেখা হবে পরবর্তী কোনো ব্লগ পোস্টে।
শেষকথা :
আমাদের এই mahabishwatvnews.com পত্রিকা ওয়েবসাইটে প্রতিনিয়ত যে নিউজ বা শিক্ষনীয় ব্লগ পোস্ট করা হয় ঠিক তেমনই আজকের এই শিক্ষনীয় আর্টিকেলটি আশাকরি আপনাদের অনেক উপকারে আসছে। 🫣
আর হ্যাঁ আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে পোস্টটি শেয়ার করবেন,যাতে তারাও এই শিক্ষণীয় আর্টিকেলটি পড়ে "Realme C75 Full Review || চট করে কিনে ফেলার আগে যা আপনার অবশ্যই জানা উচিত!" সম্পর্কে জেনে উপকৃত হতে পারে।
আরও পোস্ট পড়ুন-
Realme C85 Pro Review || AMOLED,7000 mAh ছাড়া আর কি আছে!
realme 15 Pro Review in Bengali || চকচকে রিয়ালমি!
Realme 14 5G Rrview || এটা কি আসলেই গেমিং ফোন!
Realme C71 কি ১৫ হাজার টাকায় শুধুই কি বড় ব্যাটারি নিয়ে হাজির! নাকি আছে আরও কিছু!
Realme C75X Review || realme এর এই নতুন ফোনে কি আছে নতুন?
