Realme C85 Pro Review || AMOLED,7000 mAh ছাড়া আর কি আছে!

Realme C85 Pro এর দেখেন তো ডিসপ্লেটা দেখে নাকি ফ্ল্যাগশিপের মত লাগে ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো মানে realme তো ক্লেইম করছে যেই কর্নার এরিয়াটা ওরা ফ্ল্যাগশিপ লেভেলের রাউন্ড করছে আর কি ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে আমরা যেমনটা দেখি বাট আসলে ভিতরের কি অবস্থা ব্রো জাস্ট কর্নার এরিয়া এমন করে দিলেই চলবে হ্যাঁ ভালো কিছু জায়গা আছে যেমন ডিসপ্লেটা এমোলেট দিয়েছে এবং ওরা ক্লেইম করছে এটা ফুল এইচডি প্লাস রেজলেশন অন্যদিকে আইপি69 প্রো রেটিং রয়েছে এখন অনেক ব্রোই আছেন আইপি69 প্রোর কথা শুইনা যে এটা আবার কি? IP69 প্রো হচ্ছে IP 69 এর

Realme C85 Pro: AMOLED ডিসপ্লে ও 7000mAh ব্যাটারি ছাড়াও কী আছে!





তুলনায়ও আরেকটু শক্তিশালী। যেখানে এনি কাইন্ড অফ লিকুইড যদি এর উপরে পড়ে সেটা ফোনের ভিতর যাওয়ার কোন পসিবিলিটিস নেই। সেই সাথে ডাস্ট টাস্ট যাবে না। এখন এই ধরনের ফিচার্স থাকলে ভালো। বাট এইগুলোই একটা স্মার্টফোনের কেনার জন্য মেইন কারণ কখনোই হতে পারে না। আচ্ছা বাংলাদেশে ওরা তিনটা ভেরিয়েন্টে লঞ্চ করে 6 128, 8 128 ও 8 256 জিবি। দামগুলো যদি একটু সিরিয়াল অনুযায়ী বলি। 2099 2299 2499। ওরে ভাইরে ভাই সর্বোচ্চ ভেরিয়েন্টের দাম তাই বলে এত বেশি এই স্মার্টফোন শুরুতেই আমি বলি 20 হাজার টাকার নিচে থাকা উচিত ছিল যাই হোক কেন উচিত ছিল সেটার প্রসঙ্গে


আমরা একটু পরে পরে যাই ফার্স্ট অফ অল ফোনটার ডিজাইন যদি দেখেন হ্যাঁ ডিজাইনের দিক থেকে খারাপ না ডিভাইসটা একটু আপনাদের কাছে চওড়া টাইপের মনে হতে পারে মানে একটু পাশের দিকে বেশি এরকম লাগতে পারে এবং এই বেশি হওয়ার কারণেই ডিসপ্লেটা একটু ওয়াইড ওয়াইড একটু ফ্ল্যাগশিপ লেভেলের মত একটু কর্নার এরিয়া লাগে মানে হয় কি এই প্রাইস পয়েন্টের বা মিডরেঞ্জার যে ডিভাইসগুলো আমরা দেখি সেগুলোর কর্নারটা আরো অল্প জায়গার মধ্যে আর কি ওরা ইয়ে করে ফেলে রাউন্ড করে ফেলে এটা একটু বড় জায়গা নিয়ে রাউন্ড হওয়াতে হ্যাঁ সত্যি বলতে


বলতে যে আরো বেশি ফ্ল্যাট ফ্ল্যাট লাগছে দেখতে ভালো লাগছে। তবে লোহার চিনটা আবার একটু মোটা আছে। এখন সিমেট্রিক্যাল হয় নাই। তো যে কারণে ফ্ল্যাগশিপের ধারে কাছ দেওয়া যাবে না। খুব স্বাভাবিক অর্থেই। পাস কার্ড ছোট আছে এটা ভালো। আর আইপি রেটিং এর কথা তো একটু আগে বলেই দিলাম। সো এগুলো নিয়ে আর বলার কিছু নাই। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি। রিয়ার প্যানেলটা প্লাস্টিক। তবে ফ্রস্টেট হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট একদমই বসে না বললে চলে। দেখা যায় না আর কি। আর একটা টেক্সচার একটা প্যাটার্ন রয়েছে। ক্যামেরায় রিয়ারে আপনারা প্রায় তিনটা


শুটারই দেখবেন। কিন্তু আসলে দুইটা শুটার আছে এখানে। আরেকটা এমনি ফেক। জাস্ট এমনিতে ডিজাইন করা। আর ক্যামেরার পাশে রাউন্ড একটা ফ্লাশলাইট তার নিচে আরো একটা ফ্লাশলাইট যেখানে আমরা কোয়াট ফ্লাশলাইট নাকি ডাবল ফ্ল্যাশলাইট দেখছি আর কি যাই হোক না কেন এই স্মার্টফোনটা অনেকেই হয়তোবা কিনতে চাইবেন এর ডিসপ্লেটা দেখেই ডিসপ্লেটা নরমালি যখন আপনি দেখবেন আপনার কাছে দেখতে ভালো লাগবে এই ডিসপ্লেটা একটা ফুল এইচডি প্লাস রেজলেশনের অ্যামোলেট প্যানেল এবং 120 হজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয় সেই সাথে 4000 নিটস পিক ব্রাইটনেস দেয় ওরা ক্লেইম করছে এখানে আসলে ফুল এইচডি


প্লাস রেজলেউশন রয়েছে আমরা বিভিন্ন সফটওয়ার দিয়ে টেস্ট করে দেখলাম সেটাও দেখাচ্ছে কিন্তু আপনি যখন নিজে ব্যবহার করবেন খুব কাছে নিয়ে দেখতে গেলে না এইচডি প্লাস রেজুলেশন যেমনটা মনে হয় শার্টনেসের ঘাটতি মনে হয় ঠিক সেই জিনিসটা আমি এখানে লক্ষ্য করছি। এখন এটা কি পিপিআই কম হওয়ার কারণে পিক্সেল পারিন্স এরকম কোন বিষয়ের কারণে নাকি অন্য কোন বিষয় আছে আমি ঠিক জানিনা। ইভেন আমরা এই স্মার্টফোনটাতে যখন YouTube এ ভিডিও দেখছিলাম সর্বোচ্চ 1000 এটিপিতে আমরা দেখতে পারছিলাম। আমি YouTube এর 4K ভিডিও প্লে করে দেখেছি। আমাদের


ভিডিওগুলো তো 4 কেতে। ইভেন আমাদের ভিডিও আমরা প্লে করে দেখেছি। সর্বোচ্চ যায় 1000 এটিপিতে। সো এটা ফুল এসি প্লাস হলে আরেকটু উপরে যাওয়ার তো কথা। আমি আসলে বুঝতে পারছি না ঘটনাটা এখানে কি ঘটেছে কিন্তু এই ডিসপ্লেতে যেকোন ধরনের ভিডিও দেখা বলুন মাল্টিমিডিয়া কনজামশন সবকিছুই ভালো লাগবে আর কিি খুবই কালারফুল একটা ডিসপ্লে পপ টপ টাইপের কালার দেয় মোট কথা একটা এমোলেট ডিসপ্লে থেকে যে ধরনের এক্সপেরিয়েন্স আপনারা পান ওইটা ডেলিভার করতে পারছে জাস্ট কাছ থেকে দেখতে গেলে আপনার কেন যেন মনে হবে রেজলেশনটা একটু কম মনে হচ্ছে এই


খুদখুতানি ভাই আমার মন থেকে তো যাচ্ছে না তবে হ্যাঁ এটাতে যে প্রসেসরটা রয়েছে ওইটা অবশ্যই ফুল এইচডি প্লাস সাপোর্ট নেয় সেটা আমি জানি কিন্তু ঘটনাটা বুঝতে পারলাম না আর কি যাই হোক মাল্টিমিডিয়া কনজামশন যারা করবেন তারা এই ডিসপ্লেতে ভিডিও দেখে মজা পাবেন। এইটুক দূরত্ব থেকে দেখলে আবার ওই যে রেজলেশনের যে ব্যাপারটা বললাম ওটা সমস্যা হয় না। একদমই টেক্সটগুলো খুব কাছ থেকে দেখতে গেলে তখন মনে হয়। ডিসপ্লেটা ট্রান্স রেসপন্স খুবই ভালো। 120 hz পর্যন্ত হাই রিফ্রেশ রেটও আছে। মোস্টলি দেখা যায় 90 হ থেকে 120 hz এর মধ্যে


ঘোরাফেরা করে। কিছু অ্যাপে 120 হই দেয়। কোন কোনটা 90 হ এর মধ্যে থাকে। তবে যথেষ্ট স্মুথ মনে হয়েছে আমাদের কাছে। আর ব্রাইটনেস নিয়েও কোন সমস্যা নেই। ইনডোর আউটডোর বোধ জায়গায় আপনারা ঠিকঠাকভাবে ভিজিবিলিটি পাবেন। ডিরেক্ট সানলাইটেও। প্রটেকশনের ব্যাপারটা নিয়ে কনফিউজ। যদিও এই স্মার্টফোনটাতে দেখলাম যে মানে ওরা ওই যে ড্রপ ডটপ করলে সমস্যা হবে না সে ধরনের সার্টিফাইড পেয়েছে আবার ওই যে পানির নিচে নাকি 60 দিন পর্যন্ত এটাকে পানির নিচে রেখে টেস্ট করেছে পানি টেনি ঢুকে না ওই জায়গায় গুলো ঠিকই আছে কিন্তু মাইক্রো


স্ক্রাচ ঠিকই পড়বে তো আপনি অবশ্যই একটা গ্লাস প্রোডাক্টর ব্যবহার করুন এর সাথে ডিসপ্লের পরে আরো একটা শক্তিশালী জায়গা আছে এই ডিভাইসটার আর তা হচ্ছে ব্যাটারি 7000 এমএইচ এর ব্যাটারি রয়েছে এর মাঝে এবং 45 ওয়াট এর চার্জিং সিস্টেমটা আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আবার রিভার্স চার্জিং সিস্টেমও সাপোর্ট দেয় আপনি চাইলে অন্যান্য ডিভাইস বা অন্য ডিভাইস বলতে আপনি বিশেষ করে বিভিন্ন গ্যাজেট চার্জেস রয়েছে। এ ধরনের ছোট ছোট জিনিসগুলো এগুলোকে রিচার্জ করতে পারবেন এর থেকেই। যেহেতু ব্যাটারিটা অনেক বড়। হ্যাঁ


এই প্রাইস পয়েন্টে ব্যাটারিটা আসলেই বেশ বড়সড়। অলরেডি আরো বেশ কিছু ডিভাইস আসতে শুরু করছে। এটা আমি অবশ্যই ভালো চোখে দেখছি। ভালো দিক। কারণ ব্যাটারি ব্যাকাপটা দিন শেষে ব্যাটারি চার্জ মানে কম করে পারলেই ভালো। এতে করে ব্যাটারির লাইফটাইমও বেশি থাকবে। দ্বিতীয়ত আমরা মানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারছি। এই স্মার্টফোনটা অনায়াসে দুই দিন ব্যবহার করা যায় যদি আপনি লাইট ইউজার হয়ে থাকেন না। আর হেভি ইউজার হয়ে থাকলে দেড় দিনের মতো ব্যবহার করতে পারবেন। তবে হয় কি ফোনটা বেশ ভারি ভারি একটা ফিল দেয়। ফার্স্ট অফ অল বলছিলাম ফোনটা একটু ওয়াইড


আর ওজনটা মোটামুটি ভালোই। দ্যাটস হোয়াই একটু ভারী লাগে। ক্যামেরায় মূলত রিয়ারে একটি শুটারই আছে যা 50 মেগাপিক্সেলের। এস 5 কেজে এনও। আর পরবর্তী যেটা ক্যামেরার মতো দেখছেন এটা একটা সেন্সর। তবে এটা হচ্ছে ফ্লিকার সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 8 মেগাপিক্সেল। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আরেকটু বড় দেওয়া যায়। অনেক কম দামী ফোনেও আজকাল আবার 32 মেগাপিক্সেল দেখছি আমরা। তো আরেকটু বড় দিলে ভালোই হতো। যাই হোক realme এর এই ডিভাইসে দিয়ে ডেলাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে আউটপুট ভালোই আছে। শার্টনেস ডিটেল ভালো। একটু ওয়ার্মের দিকে টোন


দেয়। এই স্মার্টফোনটা একটু ভাইব্রেন্টও করে ছবি দেয়। ওভার স্যাচুটেড না। তবে লো লাইট এরিয়াতে সফট করে ফেলে ছবি। অনেক গ্রেনের দেখো আপনি পাবেন বেশ ভালোই। আর ডায়নামিক রেঞ্জ ততটা ওয়াইডার না। হেভি হাইলাইট বা এক্সপোজার এরিয়াগুলো ব্যালেন্স করতে গিয়েও একটু হিমসিম খায়। কিন্তু এই প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইসের মতোই। এটা তো লাইট যদি অনুকূলে থাকে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারা ইউজেবল ছবি সহজেই বের করতে পারবেন। আর এটার নাইট মোডটা আবার ইউজেবল মানে নাইট মোডটা আপনি ব্যবহার করতে পারবেন আসলেই। যদি একটু স্টাডি হাতে ধরেন তাহলে


স্মার্টফোনের নাইট মোড আপনাকে ব্যবহার উপযোগী ছবি দিতে পারবে বা সোশ্যাল মিডিয়া এডি টাইপের ছবি দেয়। কারণ কন্ট্রাস্টইটি একটু কালারফুল। তখন কিছু ছবি একটু সেটুটেড মনে হয়েছে। পোর্ট্রেট মোড আছে। তবে পর্ট মোডে আলাদা আলাদা কোন ফোকা লেন্থের ব্যবস্থা তো রাখেনি। ওইটা থাকলে পরে বোধহয় আরো সুবিধা হইতো। বাট সেরকম কোন সুবিধা নেই। কিন্তু এস ডিটেকশন ভালো। ব্যাকগ্রাউন্ড ব্লারনেস আর্টিফিশিয়াল লাগছে না। সেই সাথে যদি ভালো লাইট থাকে তাহলে কিন্তু ডিটেল ভালোই ধরে রাখতে পারে। কালারের খুব একটা সিফিক আমি লক্ষ্য করিনি। এখানে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও কালার


কিছুটা বুস্ট করে দেয়। আর ওয়ার্মটনও আছে যেটা realme স্মার্টফোনে আমরা হরয়ে দেখি। আর সেই সাথে যদি হেভি হাইলাইট চলে আসে সেটা ব্যালেন্স করতে গিয়ে প্যারা খায়। এটা ডায়নামিক স্যান্ডেল মেইন ক্যামেরার তুলনায় বেশ কিছুটাই পিছিয়ে পড়ে। ভিডিও রেকর্ড করতে পারবে সর্বোচ্চ 1000p 30 এফপিএস এ। স্ট্যাবিলিটি ততটা ভালো না। আর ভিডিওতে কিন্তু জিটারিং আছে। এআই ইরেজার টিরেজার ব্যবহার করতে পারবেন। এআই এরেজার 2.0 ও রয়েছে এই স্মার্টফোনটিতে। তো লেটেস্ট এবং সেটা ব্যবহার করতে পারবেন প্রিভিয়াস জেনারেশন থেকে। মনে হচ্ছে এখানে আরো বেশি


ইমপ্রুভমেন্ট আসছে আর কি। ক্যামেরায় আরো একটু বেটার কিছু করতে পারতে চাইলে Realme স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম Snapdragon 685 রান করছে Android 15 এ। আপডেটের ব্যাপারটা আমি সিওর না আসলে কতটা আপডেট দেবে এই ডিভাইসটিতে Realমি। এখন Snapdragon 685। এটা আমরা জানি অলরেডি যে মোটামুটি একটা এন্ট্রি লেভেল টু মিডরেঞ্জের দিকে যাচ্ছে। এই টাইপের স্মার্টফোনের জন্য ঠিক আছে। তো 20,000 টাকা বাংলাদেশের মার্কেট বিবেচনায় 20,000 টাকার নিচে হলেও এই প্রসেসরকে ওকে হিসেবে ধরে নেওয়া যাচ্ছে। বাট এর উপরে গেলে লাইক 25,000 টাকা দিয়ে যখন এর


হাইয়েস্ট ভেরিয়েন্টটা কিনছেন সে আপনি র‍্যাম বেশি পাচ্ছেন কিন্তু প্রসেসরের তো কোন ইমপ্রুভমেন্ট হচ্ছে না। সেই জায়গায় আসলে মেকসেন্স কতটুকু করে। আমার কাছে মনে হয় এটা আসলেই মেক্সেন্স করে না। বরং আরো কোন বেটার চিপ দিয়ে আসতে পারতো। হ্যাঁ সপড্রাগন থাকাতে অনেকেরই ভালো লাগতে পারে। সnপড্রগন প্রসেসর আমার নিজেরও ভালো লাগে। বাট এখন মিডিয়াটেকের প্রসেসরগুলো বেশ শক্তিশালী হয়ে যাচ্ছে। এমনকি ওরা যদি ফাইভজি ফোনটা নিয়ে আসতো বা ফাইভ জি চিপ দিয়ে নিয়ে আসতো তাহলে কিন্তু মানে একদম যোগপযোগী হতো। কারণ বাংলাদেশে অলরেডি


ফাইভজি চালু হতে যাচ্ছে। অনেক ব্র্যান্ড সেদিকে ফোকাস দিচ্ছে। তো ধরুন যে এখানে যদি ফোরজি হয় ভ্যালিও জি 200 হ্যাঁ সেটা দিতে পারতো। আইদার মিডিয়াটেকের যে ডাইমেন্সিটি সিরিজ রয়েছে সেগুলো দিতে পারত। যদি 5জি দিত তাহলে পরে দাম অনুযায়ী বা একটু টুকটুক যারা গেমিং টেমিং করতে চায় সবদিকে ব্যালেন্স করতে পারতো। এখন এই 685 আমার কাছে মনে হয় বেস ভেরিয়েন্টেও আসলে কম হয়ে যায়। আর যেগুলো হাইয়েস্ট ভেরিয়েন্ট হ্যা সেখানে ডেফিনেটলি কম মনে হয়। তবে 685 এর আসলে রেজাল্ট কেমন? এখন এই ব্যাপারটা কিন্তু ভেরি করে আলাদা আলাদা


ব্র্যান্ডের উপরে তাদের নিজস্ব অপটিমাইজেশন এর উপরে। Realme এর ইউ যথেষ্ট ভালো। বেশ অপটিমাইজ একটা ইউআই এবং ওরা এই প্রসেসরের যে সর্বোচ্চ পারফরমেন্স সেটা বের করতে পারছে আর কি। যে কারণে আপনি ডে টু ডে লাইফে যখন ব্যবহার করতে যাচ্ছেন তখন কিন্তু দেখবেন যে হ্যাঁ এই স্মার্টফোনটা ভালো একটা স্মুথ রেজাল্ট দিচ্ছে। আবার অ্যাপ ওপেন ক্লোজ টাইম সুপার ফাস্ট রান না। কারণ ওই লেভেলে যাবে না। আপনি যখন কিনা ধরুন মানে এট টাইম তিন চারটা অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন টাইপিং করছিলেন বারবার। একটা থেকে আরেকটা সুইচ করে যাচ্ছেন এরকম। তখন দেখবেন যে অনেক সময়


ডিলে করছে। কিবোর্ডেরও কিছুটা ডিলে লক্ষ্য করা যায় বা একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে সুইচ করার যে ট্রানজেকশন বা এনিমেশন সেখানেও কিছুটা ডিলে আমি লক্ষ্য করেছি। অ্যাপ ওপেন ক্লোজ টাইমেও কিছুটা টাইম নিচ্ছে। এক্ষেত্রে র‍্যামটা একটু বেশি থাকলে হ্যাঁ বাড়তি কিছুটা সুবিধা পাবেন ঠিকই। তবে একেবারে অনেক আহামরি এক্সপেক্টেশন রাখলে কিন্তু ভুল করবেন। এই স্মার্টফোনটা অতিরিক্ত হিট জেনারেট করেনি। ডেট টু ডেট আজকে যখন আমরা ব্যবহার করেছিলাম তখন খুব একটা ব্যাটারিও বার্ন করেনি। ব্যাটারিও কম বার্ন করে এই প্রসেসর। আর যারা গেমিং করার চিন্তা করছেন


না এই প্রসেসর তো গেমিং এর জন্য খুব একটা দারুণ কিছু না। সেটা অলরেডি অনেক আগে থেকে আপনারা জানেন। ধরুন বাসে বসে আছেন কি করবেন? মেট্রোতে বসে আছেন অথবা মেট্রোর জন্যই বসে আছেন তখনও টুডি টাইপের গেমগুলো একটু খেলার সময় পার করলেন। হ্যাঁ সে সমস্ত টাইমের গেমিং সে হ্যান্ডেল করতে পারবেন। ডেডিকেটেডলি গেমিং এর জন্য না। Realমির এই ডিভাইসটা দেখে আমার যা মনে হয়েছে মাল্টিমিডিয়া কনজাপশনের জন্য বেশ দারুন একটা ডিল হতে পারে। যারা একটু মানে ভিডিওটি দেখেন। তো সে সূত্র ধরে ওরা চাইলেই দুইটা স্পিকার দিতে পারতো। কিন্তু দিয়ে রাখছে একটা। সিঙ্গেল বটম ফায়ারিং।


এটার লাউডনেস ভালো, ক্লারিটিও ভালো। কিন্তু একটু বক্সি টাইপের একটা সাউন্ড মানে মনে হচ্ছে কোন একটা ছোট বক্স থেকে বের হয়েছে। এরকম টাইপের একটু সাউন্ড আমার মনে হচ্ছিল আর কি। বরং স্টেরিও দিয়ে আসলে এটার সাউন্ড আরো বেশি ভালো লাগতো। আর জায়সক্রিপ সেন্সর এই ডিভাইসটা তো অবশ্যই আছে। সেই সাথে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোন প্রবলেম নেই বোথ কানেকশনে। সেই জায়গাগুলো ওকে আছে। তো এই হচ্ছে আপনাদের realমি C85 প্র। Realমি C85 প্রোর দাম কম হলে কমপ্লেইনের জায়গা কম থাকতো। এখন দাম মোটামুটি হাইয়েস্ট ভেরিয়েন্টগুলোর অনেক


বেশি হয়ে গেছে। তো আরেকটু বেটার কোন চিপ দিয়ে আসলে কমপ্লেনটগুলো থাকতো না। আর যেহেতু সেটা করে নাই দাম অবশ্যই কম রাখা উচিত ছিল। এখন বাড়তি কি কি পাচ্ছেন যে বিষয়গুলো অনেকের কাছে কাজে লাগতে পারে সেটা হচ্ছে ফোনটা ড্রপ রেসিস্টেন্ট ড্রপ ড্রপ করলে নাকি ভাঙবে না। যেহেতু পানি টানির ব্যাপারটা আসলে আমি নিজেই অনেকভাবে টেস্ট করে রেখেছি। পানি ঢোকে না। এটা সত্যি। এখন এই জিনিস যদি আপনার কাছে ম্যাটার করে এই জিনিস সবার কাছে ম্যাটার করবে এমন না। আপনার যদি মনে হয় যে না আমার আসলেই পানি টানি ব্যাপার আছে। আমার একটু রাফ এন্ড টাফ টাইপের ফোন দরকার এবং


মাল্টিমিডিয়া কনজামশন আমি করি। ডিসপ্লেটা কালারফুল হলে ভালো হয় সুন্দর। হ্যাঁ। সেক্ষেত্রে আপনার কাছে হয়তো ডিভাইসটা ওকে আছে। বাট যে সমস্ত বিষয়গুলোতে আমি কমতি বললাম ওইটা আবার অনেকের জন্যই কমতির কারণ। তারা নিশ্চয়ই হয়তো অন্যভাবে চিন্তা করবেন। তাদের কাছে হয়তো এর চাইতে বেটার অপশন থাকতেই পারে। আপনার কাছে কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।


না এই প্রসেসর তো গেমিং এর জন্য খুব একটা দারুণ কিছু না। সেটা অলরেডি অনেক আগে থেকে আপনারা জানেন। ধরুন বাসে বসে আছেন কি করবেন? মেট্রোতে বসে আছেন অথবা মেট্রোর জন্যই বসে আছেন তখনও টুডি টাইপের গেমগুলো একটু খেলার সময় পার করলেন। হ্যাঁ সে সমস্ত টাইমের গেমিং সে হ্যান্ডেল করতে পারবেন। ডেডিকেটেডলি গেমিং এর জন্য না। Realমির এই ডিভাইসটা দেখে আমার যা মনে হয়েছে মাল্টিমিডিয়া কনজাপশনের জন্য বেশ দারুন একটা ডিল হতে পারে। যারা একটু মানে ভিডিওটি দেখেন। তো সে সূত্র ধরে ওরা চাইলেই দুইটা স্পিকার দিতে পারতো। কিন্তু দিয়ে রাখছে একটা। সিঙ্গেল বটম ফায়ারিং।


এটার লাউডনেস ভালো, ক্লারিটিও ভালো। কিন্তু একটু বক্সি টাইপের একটা সাউন্ড মানে মনে হচ্ছে কোন একটা ছোট বক্স থেকে বের হয়েছে। এরকম টাইপের একটু সাউন্ড আমার মনে হচ্ছিল আর কি। বরং স্টেরিও দিয়ে আসলে এটার সাউন্ড আরো বেশি ভালো লাগতো। আর জায়সক্রিপ সেন্সর এই ডিভাইসটা তো অবশ্যই আছে। সেই সাথে নেটওয়ার্ক কানেক্টিভিটিতে কোন প্রবলেম নেই বোথ কানেকশনে। সেই জায়গাগুলো ওকে আছে। তো এই হচ্ছে আপনাদের realme C85 Pro এর দাম কম হলে কমপ্লেইনের জায়গা কম থাকতো। এখন দাম মোটামুটি হাইয়েস্ট ভেরিয়েন্টগুলোর অনেক


বেশি হয়ে গেছে। তো আরেকটু বেটার কোন চিপ দিয়ে আসলে কমপ্লেনটগুলো থাকতো না। আর যেহেতু সেটা করে নাই দাম অবশ্যই কম রাখা উচিত ছিল। এখন বাড়তি কি কি পাচ্ছেন যে বিষয়গুলো অনেকের কাছে কাজে লাগতে পারে সেটা হচ্ছে ফোনটা ড্রপ রেসিস্টেন্ট ড্রপ ড্রপ করলে নাকি ভাঙবে না। যেহেতু পানি টানির ব্যাপারটা আসলে আমি নিজেই অনেকভাবে টেস্ট করে রেখেছি। পানি ঢোকে না। এটা সত্যি। এখন এই জিনিস যদি আপনার কাছে ম্যাটার করে এই জিনিস সবার কাছে ম্যাটার করবে এমন না। আপনার যদি মনে হয় যে না আমার আসলেই পানি টানি ব্যাপার আছে। আমার একটু রাফ এন্ড টাফ টাইপের ফোন দরকার এবং


মাল্টিমিডিয়া কনজামশন আমি করি। ডিসপ্লেটা কালারফুল হলে ভালো হয় সুন্দর। হ্যাঁ। সেক্ষেত্রে আপনার কাছে হয়তো ডিভাইসটা ওকে আছে। বাট যে সমস্ত বিষয়গুলোতে আমি কমতি বললাম ওইটা আবার অনেকের জন্যই কমতির কারণ। তারা নিশ্চয়ই হয়তো অন্যভাবে চিন্তা করবেন। তাদের কাছে হয়তো এর চাইতে বেটার অপশন থাকতেই পারে। আপনার কাছে কেমন মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে নতুন ব্লগ পোস্টে।


শেষকথা :


আমাদের এই mahabishwatvnews.com পত্রিকা ওয়েবসাইটে প্রতিনিয়ত যে নিউজ বা শিক্ষনীয় ব্লগ পোস্ট করা হয় ঠিক তেমনই আজকের এই শিক্ষনীয় আর্টিকেলটি আশাকরি আপনাদের অনেক উপকারে আসছে। 🫣


আর হ্যাঁ আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে পোস্টটি শেয়ার করবেন,যাতে তারাও এই শিক্ষণীয় আর্টিকেলটি পড়ে "Realme C85 Pro Review || AMOLED,7000 mAh ছাড়া আর কি আছে!" সম্পর্কে জেনে উপকৃত হতে পারে।


আরও পোস্ট পড়ুন-


realme 15 Pro Review in Bengali || চকচকে রিয়ালমি!


Realme 14 5G Rrview || এটা কি আসলেই গেমিং ফোন!


Realme C71 কি ১৫ হাজার টাকায় শুধুই কি বড় ব্যাটারি নিয়ে হাজির! নাকি আছে আরও কিছু!


Realme C75X Review || realme এর এই নতুন ফোনে কি আছে নতুন? 


মহানবী হযরত মুহাম্মাদ সাঃ এর ইন্তেকালের দিন সকালে কি ঘটেছিলো ? সকল মুসলিমের জানা উচিৎ | মহাবিশ্ব টিভি নিউজ 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন