Realme 14 5G Rrview || এটা কি আসলেই গেমিং ফোন!

ফাইনালি Realme নাম্বার সিরিজের ফোন দেশের মার্কেটে লঞ্চ করে দিল Realme 14 5G ইভেন ওরা দাবি করছে ডেডিকেটেডলি গেমিং ডিভাইস realme 14 5G ডেডিকেটেডলি গেমিং ডিভাইস এই ডিভাইসটাতে 90 এফপিএস এ পাবজি আপনি প্লে করতে পারবেন ভাই এটুক শুনেই লাভ দিয়েন না ফাইভজি শুনেও লাভ দিয়েন না দেখেন ভালো মন্দ অনেক কিছুই আছে দাম অনুযায়ী ঠিকঠাক আছে কিনা সে সমস্ত কিছু জেনে বুঝে তারপরে আপনি আপনার পার্স ডিসিশন মেক করেন হ্যাঁ এইটার জন্য থামস আপ পাইতে পারে যে অনেকদিন পরে হলেও ওরা আদেশ মার্কেটে নাম্বার সিটিজের ডিভাইস আবার কন্টিনিউ করছে এটার

Realme 14 5G: গেমিং পারফরম্যান্সের সম্পূর্ণ রিভিউ - প্রাইস, স্পেসিফিকেশন ও বিস্তারিত



জন্য অবশ্যই থামস আপ বাট ডেফিনেটলি কোন কোন জায়গায় তো কম্পিটি আছেই সে বিষয়টা জেনে শুনে বুঝে তারপর ডিসিশন মেক করেন বাংলাদেশ মার্কেটে 14 সিরিজের দুইটা ডিভাইস ওরা নিয়ে আসছে আজকের ভিডিওতে আমরা 5G এই ফোনটা নিয়ে কথা বলতে যাচ্ছি আই মিন realme 14 5G নিয়ে একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয় 12 256 জিবি 41,999 টাকা দামে তবে আমার কি মনে হয় জানেন এই ডিভাইসটারই আরো একটা ভেরিয়েন্ট লঞ্চ করতে পারতো ওরা চাইলে সেটা হতে পারতো 8 256 জিবি সেক্ষেত্রে ওই ফোনটার দাম আরো কিছুটা কম হতো এবং যাদের বাজেট টাইট তখন তাদেরও লিস্টে ওটা চলে আসতো অনেকে তো চায় একটু কম দামের মধ্যেও


গেমিং ডিভাইস কিনতে অফিশিয়ালি এনিওয়ে ভালোমতো সবকিছু নিয়ে তো কথা হবেই তবে ডিজাইন ডিজাইনটা একটু ডিফারেন্ট না realme এই ধরনের ডিজাইন ফর দা ফার্স্ট টাইম আমি দেখছি রিয়ার প্যানেলটাতে একটা ফিউচারিক টাইপের একটা ভাইব দেওয়ার ট্রাই করছে একটু টেকি টেকি একটা ভাইব আছে তবে এই ডিজাইনটা মানে দেখতে বা রিয়ার প্যানেলটা দেখতে না মানে দেখতে আমার কাছে একটু সস্তা প্লাস্টিকের মতই লাগে এইটার উপরে ফিঙ্গারপ্রিন্ট মাসেস বসে আর এটাতে অবশ্যই স্ক্যাচ ও পড়তে পারে কারণ এটা প্লাস্টিকে তৈরি এখানে গ্লাস দেওয়া উচিত ছিল একটা 42


কে প্রাইস পয়েন্টের ডিভাইসে অবশ্যই গ্লাস ব্যাক থাকতে পারে ওটুকু আমরা আশা করতেই পারি বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি সেকেন্ডারি নয়েজ কন্সেশন মাইকেতে আছে স্টারি স্পিকার আছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক বাদে এর হোম বাটনটা আবার দেখছেন একটু বোল্ড করে দিছে এটা মানে একটু অরেঞ্জ টাইপের যার ফলে একটা কন্ট্রাস্ট ভাই দেয় সুন্দর লাগছে এই জায়গাটা ফিঙ্গারপ্রিন্ট তো আন্ডার ডিসপ্লে পজিশনটা আমার মত অনেকের কাছে একটু নিচ দিকে লাগবে হয়তো বাট এটা একুরেট ফাস্ট ম্যাক্সিমাম টাইমে একুরেট রেজাল্ট দিচ্ছে তবে হালের ট্রেন্ড আইপি 69


68 রেটিংও পেয়ে যাচ্ছেন আপনারা এই ডিভাইসটাতে চাইলে খুব সহজেই পানিতে ভিজাতে পারবেন আন্ডারওয়াটার ফটোগ্রাফিও করতে পারেন সমস্যা নেই পাতলা ফোন হওয়া সত্ত্বেও realme এই ডিভাইসটার মাঝে হাজার এমএইচ এর ব্যাটারি দিয়েছে কারণ সেটা সিলিকন কার্বনের ব্যাটারি ফর দা ফাস্ট আমরা বোধহয় অফিশিয়াল ফোনের সিলিকন কার্বন দেখছি নাকি আমার ঠিক খেয়াল নাই মনে হয় দেখছি এর সাথে রয়েছে 45 ওয়াট এর চার্জার 45 ওয়াটটা 6000 এমএইচ এর জন্য একটু ছোট হয় এখনকার দিনে দাঁড়িয়ে এজ অফিশিয়াল ফোন এটা না হয় মেনেই নিলাম বাট আপনি মোটামুটি 50% চার্জ করতে পারবেন 30 মিনিটস


এর মধ্যে বলতে পারেন আর ব্যাকাপ ভালো যেহেতু 6000 এমএস এর ব্যাটারি রয়েছে এবং এর যে প্রসেসরটা সেটা 4 এম এর সুতরাং সবকিছু মিলে ভালো একটা ব্যাটারি ব্যাকাপ দিতে পারে প্রায় দেড় দিনের মত ব্যাকাপ দিতে পারে আমাদের টেস্টিং এ আমরা প্রায় নাইন আওয়ারস এর মত এসটি পেয়ে যাচ্ছিলাম মডারেট ইউজ হইছে তবে হেভি ইউজ হছে আরেকটু কম পাবেন realme এখানে ফুল এইচডি প্লাস রেজলশন একটা ডিসপ্লে দিয়েছে যার সাইজ 6.67 ইঞ্চ এমোলেট প্যানেল 1220 hz হাই রিফ্রেশ রেট দেয় এই ডিসপ্লেটা একদম সিমেট্রিক্যাল না কারণ লোয়ার টিনটা লিটিল বিট মোটা এটা আরেকটু ন্যারো রাখলে ভালো


হতো এরকম প্রাইস পয়েন্টে গ্রে মার্কেটের আমরা যে ফোনগুলো পাই ওই ফোনগুলো ডিসপ্লে ডিসপ্লে দেখলে পুরো মাথা নষ্ট অবস্থা সেই জায়গায় আপনি যখন এই ফোনটা কিনছেন অফিশিয়াল কিনলেও আপনার কাছে একটু মনে হবে ডিসপ্লেটা আরেকটু সুন্দর হতে পারতো মানে এটলিস্ট এর ভিউটা তবে স্পিক ব্রাইটনেস ভাই আপনি পেয়ে যাচ্ছেন। তো ব্রাইটনেস যথেষ্ট ভালো। ইনডোর আউটডোর স্ট্রাগল ফ্রি আমরা ব্যবহার করতে পারছি। এমনকি একদম ডিরেক্ট সানলাইটেও কোন সমস্যা হয়নি। এটা ব্যবহার করতে গিয়ে আবার ছবি টবি তোলার সময়ও ব্রাইটনেস জনিত কোন প্রবলেম আমি ফেস করিনি। টাচ ভালো ঠিকভাবে পুশ করছেন উনি।


সে জায়গায় কোন প্রবলেম পাইনি। হোয়াইটন এও এর সাপোর্ট রয়েছে। এবং এর স্ক্রিন টু বডি রেশিও হলো 87% আর পিপিআই 395। তো একেবারে স্পেশাল কোন ডিসপ্লে না। একটা বেসিক টাইপের ডিসপ্লে যা আমরা হয়তো এরাউন্ড 30 কে প্রাইস পয়েন্টের অফিশিয়াল ডিভাইসেও পেয়ে যাই। ওরকম কিছুই আমি ডিসপ্লেতে আরেকটু এক্সপেক্টেশন রাখছিলাম যখন আমি 42 কে প্রাইস পয়েন্টে ডিভাইসটা কিনছি রাইট এটলিস্ট রেজুলেশন আরেকটু বেশি থাকতে পারতো যাই হোক এই ফোনটা মূলত গেমিং ফোন চলুন আমরা একটু গেমিং এ ফোকাস করি ডিভাইসটাতে প্রসেসর হিসেবে রয়েছে কিন্তু কোয়ালকম Snapdragon 6Z4 যা 4 এম এর একটি প্রসেসর


@ino 810 এর গ্রাফিক্স সেশনে রয়েছে। অন্যদিকে এই ফোনটা আউট অফ দ বক্স আপনারা পেয়ে যাচ্ছেন Android 15 এ সেই সাথে Realme UI 6.0 রয়েছে। আর 12জB রম 256জিবি স্টোরেজ। এই যে প্রসেসরটা কোয়ালকম Snapdragon 64 এটাকে আপনি কার সাথে কম্পেয়ার করতে পারেন? কোন প্রসেসর? যদি মিডিকের সাথে কম্পেয়ার করেন ডাইমেন্সিটি 7300র সাথে কম্পেয়ার করতে পারেন। সিপিইউর দিক থেকে এই প্রসেসরটা বরং একটু এগিয়ে আছে। একদম কিঞ্চিত। জিপিইউর দিক থেকে আবার মিরাটিক ডাইমেন্সিটি 7300 বা 7400 দুটাই হালকা একটু এগিয়ে আছে। অন্যান্য জায়গাগুলোতে আপনি একেবারে সিমিলারিস লক্ষ


করবেন। আবার বরং এটাতে আপনি আন্ত বেসমার্ক স্কোরে গিয়ে দেখবেন এইটা কিছুটা এগিয়ে আছে। যদি হেড টু হেড কম্পিটিশনের কথা বলি কোন প্রসেসর তাহলে ওই ডমেসিটি 73 আসে মূলত। আই হোপ আপনি মোটামুটি ক্লিয়ার এইটা আসলে কোন জায়গার একটা প্রসেসর বুঝতে পারছেন। যেহেতু নতুন চিপ আপনারা এটা সম্বন্ধে তেমন কিছু জানেন না। আর এটা 4 এনএম হওয়াতে ব্যাটারি কম বার্ন করে। এমনকি অতিরিক্ত হিটও জেনারেট করে না রেগুলার ইউসেজে প্লাস গেমিং টাইমেও। হ্যাঁ এটা দিয়ে পাবজির ক্ষেত্রে আমরা দেখছিলাম 90 এফপিএস পাওয়া যাচ্ছে। ইভেন এটাতে গেমিং এর জন্য বেশ কিছু ডেডিকেটেড মোডও দেওয়া


আছে। সাইডবার থেকে আপনারা গেমিং এর জন্য আলাদা আলাদা মোড পেয়ে যাবেন। যেমন জিটি মোড রয়েছে, নরমাল মোড রয়েছে। তারপর জিটি বুস্ট রয়েছে। যেগুলোতে আপনার যে গেম বুস্ট করবে এবং সর্বোচ্চ পারফরমেন্স দিতে পারে তখন এর প্রসেসরের। আবার নোটিফিকেশন টোটিফিকেশন সবকিছু অফঅপ করে রাখারও ব্যবস্থা রয়েছে। ইভেন বাইপাস চার্জিং সিস্টেম ওটা সাপোর্ট করছে। যারা গেমিং টেবিংমিং করবেন গেমিং এর টাইমে আপনি চাইলে চার্জে লাগিয়েও গেমিং করতে পারবেন। সেক্ষেত্রে ব্যাটারি ব্লাস্ট হয়ে যাওয়ার পসিবিলিটি নেই। কারণ বাইপাস চার্জিং টেকনোলজি এতে দেওয়াই আছে। আচ্ছা পাবজির


ক্ষেত্রে আমরা স্মুথ এক্সট্রিমে মানে 90 এফপিএস যখন প্লে করছিলাম সেক্ষেত্রে আমরা দেখলাম এটা মোটামুটি 83 টু 90র মধ্যেই এফপিএস ওঠানামা করছিল ইন্টেন্স মোমেন্টে গিয়ে। সেক্ষেত্রেও আমি এভারেজে আর কি সব মিলে বলতে পারি 40 মিনিট গেমপ্লে এর কথা যদি বলি সেক্ষেত্রে বলা যেতে পারে এটা 84 এরকম এভারেজে আপনি ধরতে পারেন। তবে ভাইজান গেমিং এর সময় যখন রেকর্ডিং অন করছিলাম ওদের ওই যে গেম মোড থেকে রেকর্ডিং যখন অন করে দিচ্ছিলাম তখন আমরা দেখলাম যদি 90 এফপিএস এ খেলেন সেটা 62 তেও চলে আসছিল। বিশেষ করে অ্যাকশন মোমেন্টে গিয়ে একশন


মোমেন্ট থেকে বেরিয়ে আসলে আপনি দূরে বসে দৌড়াদৌড়ি করছেন তখন আবার এটা ওই 88 এর মাঝে থাকে। বাট যখনই একশন মোমেন্টে চলে যায় তখনই এটা 62 60 এর ঘরে চলে আসছিল। কিন্তু আপনি রেকর্ডিং যদি অফ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওই যে দেখবেন 80র মধ্যেই ঘোরাফেরা করে। 83 থেকে 90র মধ্যেই ঘোরাফেরা করে। সো রেকর্ডিং দিলে পরে ফোনটার উপরে ভালো প্রেসার দেয়। এটুক বোঝা যায়। বাট স্টিল এরকম প্রাইস পয়েন্টে অফিশিয়াল যত ডিভাইস রয়েছে তাদের থেকে পাবজিতে আপনি একটু বেশি মজা পাবেন। এটুক বলাই যেতে পারে। আবার আপনি চাইলে এইচডিআর স্ট্রিমেও প্লে করতে পারবেন এই ফোনটা


দিয়ে। তখন ফোনটা একটু চপি চপি ভাব দেয় বা একটু লাগের দেখো আমি পেয়েছি। অন্যদিকে গেন ইম্প্যাক্টও আমরা যদি ট্রাই করি গেন ইম্প্যাক্টও আমরা কাস্টম গ্রাফিক্স 60 এফপিএস এ প্লে করে দেখছিলাম সেক্ষেত্রেও আমি এই ফোনটা থেকে কিন্তু 55 থেকে 60 এর মাঝেই ঘোরাফেরা করতে দেখছি মোস্টলি কয়েকবার 47 48 এর ঘরে আসতে দেখেছি এভারেজের ক্ষেত্রে এটাকেও এরকম আপনি 54 এর আশেপাশে রাখতে পারেন আর কি এর বাইরেও ট্রাই করি ফ্রিফায়ার পাবজির ক্ষেত্রে তো দেখলেন যথেষ্ট ভালো রেজাল্ট দেয় ফ্রিফায়ার আরো স্মুথ রেজাল্ট দিচ্ছিল এই ডিভাইসটা আমরা ট্রাই করছিলাম সিওডি কল অফ


ডিউটি মোবাইল সেখানেও কিন্তু একদমই স্টেবল পারফরমেন্স দিতে পারছে ইভেন গ্রাফিক্স সেশনে ভালো ছিল বাই দা ওয়ে এই ফোনটার ওই যে গেমিং মোডে গিয়ে আপনি চাইলে গ্রাফিক্সের কালারটা আরেকটু বুস্ট করতে পারবেন তখন দেখতে আরো বেশি ভালো লাগে। এতে এমোলেট প্যানেল বরং ওখানে দেখতে আরো বেশি ভালো লাগে আর কি। Realme এই ফোনটা গেমিং এর জন্য একটু স্পেশাল এটা বলা যাচ্ছে। তবে আপনি যদি কিনা ওযে গ্রে মার্কেটের সাথে কম্পেয়ার করে বলেন তাহলে তো অবশ্যই এর চাইতে অনেক বেটার ডিল পাবেন। এখন অফিশিয়াল ফোনকে আসলে গ্রে মার্কেটের ফোনের সাথে


কম্পেয়ার করার কোন মানে হয় না। করা উচিতও না। তো সেই জায়গায় আমরা যখন অফিশিয়াল টু অফিশিয়াল কম্পেয়ার করবো ও ডেফিনেটলি গেমিং এর জন্য এই মুহূর্তে সেরা চয়েস হতে পারে আপনার জন্য। বাট ডে টু ডে লাইফের অবস্থা কি? যেমন ধরুন আমরা এটা মাল্টিস্কে কাজ করতে পারছিলাম অনেকগুলো অ্যাপ নিয়ে। বিকজ অফ এখানে র‍্যামও রয়েছে 12 GB। র‍্যাম ম্যানেজমেন্ট ডিসেন্ট হলেও আপনি র‍্যাম বেশি থাকাতে এট এ টাইম অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন। আবার অ্যাপ ওপেন ক্লোজ টাইমও ঠিকঠাক আছে বলা যায় এই ফোনটা কখনো ল্যাগ দেয়নি। অতিরিক্ত হিট জেনারেট করেনি ডে টু ডে


লাইফে ব্যবহার করতে গিয়ে বা হেভি ইন্টারনেট ব্যবহার করে এই ধরনের অপ্লিকেশনগুলো ব্যবহার করতে গিয়েও আমাদের সমস্যায় পড়তে হয়নি আর কি। আর এমনিতে realme ও যথেষ্ট স্মুথ। তবে এই ডিভাইসটা যেহেতু এটা বলতে পারেন Realme তরফ থেকে বাংলাদেশ মার্কেটের একটা হাই মিডেঞ্জ বা সেমি ফ্লাগশিপ ডিভাইস ওদের। সেই জায়গায় এরকম ফোনের সাথে অনেকগুলো ব্লু টায়ার দিয়ে দিছে। এইটা আসলে না হলেও চলতো। জেমেনেই আছে ওটা ঠিক আছে। বাট বেশ কিছু ব্লু টায়ার আছে এর বাইরেও। যেগুলো আপনাদের আশা করছি খুব একটা প্রয়োজন হবে না। হলে আনসার করে নিতে পারেন। বিভিন্ন


গেম টাইম হ্যাংকিং আছে। এগুলো আনসার করে নিলে আরো ক্লিন একটা ভাইপ আপনি পাবেন। যেহেতু ক্লাসের ছাত্র সংখ্যায় তিনজন। তিনজনের মধ্যে ফারস্ট সেকেন্ড থার্ড হওয়াটা খুবই সহজ। তো realme সেই জায়গায় গেমিং টপ লেভেলের দিকে আছে। আই মিন আমি কি বুঝাইছি আপনি বুঝছেন? অর্থাৎ অফিশিয়াল পর্যন্ত আর এই বাজেটে তেমন কিছু নেই। তো এমনিতেই সে উপরের দিকে থাকবে পারফরমেন্স ওয়াইজ। বাট কমতির জায়গাও আছে ভাইজান। ক্যামেরা রিয়ারে একটা ক্যামেরাই আছে কাজের 50 মেগাপিক্সেলের। এরপরে একটা ওযে সহকারী সেন্সর। আর যদিও দেখতে দেখেন দুইটা


ক্যামেরা সুন্দর মনে হয় না। এখানে এমন হইতে পারতো না সেটাপটা। 50 মেগাপিক্সেলের মেইন এ মেগাপিক্স আল্ট্রাওয়াইড আইদার 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অথবা টেলিফটো। তাইলে তো ভাই জমে গেছিল। মানে তাহলে এই ফোন খুব দারুণ হতো। শুধু গেমিং না আমরা তখন ক্যামেরাতেও একটা বেটার কিছু দেখতে পেতাম। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের। ভিডিও রেকর্ড করা যায় 4K 30 এফপিএস এ। এই প্রসেসরটা 4K এপএস দিতে পারছে। Realme এর অন্যান্য ডিভাইসগুলোর মতো এখানে আমরা টোনটা সিমিলার দেখছি। একটু ভাইব্রেন্ট এবং ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে এর টোন। একেবারে একুরেট


টাইপের কালার দিচ্ছে না। তবে এই ধরনের টোন অনেকেই পছন্দ করে থাকে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ অলমোস্ট বলা যেতে পারে। ডায়নামিক রেঞ্জ হ্যান্ডেল এই প্রাইস পয়েন্টটা আপনি আরেকটু বেটার আশা করবেন। এটা আরেকটু ওয়াইডার হওয়া উচিত ছিল বোধহয়। ভালো লাইটিং কন্ডিশনে এর থেকে আউটপুট আপনি বেটার পাচ্ছেন। তবে লো লাইটের দিকে অনেকটা গ্রিনের দেখা আমরা পেয়েছি। এমনকি সফটনেসও লক্ষ্য করা যায় ছবিতে। সেই সাথে হেভি এক্সপোজার এরিয়া চলে আসলেও সেটা কন্ট্রোল করতে গিয়েও একটু হিমসিম খাচ্ছে এই ডিভাইসটা। বাট ভালো লাইটিং কন্ডিশনে


যথেষ্ট ব্রাইট টাইপের ছবি পাবেন এবং সেগুলো শার্পনেস প্লাস ডিটেলও ভালো পাবেন। একটু জুম করলেও আপনি ডিটেল মোটামুটি ভালো পাবেন। লাইটিং কন্ডিশন ভালো হলে। এটা কোন কথা? পোর্ট্রেট মোডে আলাদা কোন ফোকাল লেন্থে ছবি তোলার সুযোগ দেয়নি। যেখানে আমরা অন্যান্য ব্র্যান্ড থেকে অনেক সময় এমনটাও দেখেছি 20,000 টাকার নিজের ফোনেও আলাদা আলাদা ফোকাল লেন্থে ছবি তোলার সুযোগ দেয়। যদিও বা সেগুলোতে ডেডিকেটেড কোন টেলিফোট জুমনেস থাকে না। realমির এই ফোনটাতেই আমার মনে হয় ওরা একটু ডিজিটাল জুম করে আলাদা ফোকা লেন্থে পোর্ট্রেট মোড


দিতে পারতো। যেটা দেওয়া উচিত ছিল। একে তো অন্য সেন্সর দেয়ইনি। সো এখানে একটু কমতি আছে। এখন আপনাকে ওই একটা ফোকাল লেন্থে ছবি তুলতে হবে এবং পোর্ট্রেট মোড আমার কাছে খুব আহামরি লাগেনি। এসডি শুনে তো দুই একবার মিসম্যাচ পেয়েছি। সেই সাথে মানে এই ধরনের পোর্ট্রেট না এখনকার যুগের সাথে যায় না বলে আমার মনে হয়েছে আর কিি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাইয়েন আর আল্টারেটর তো নাই কিছু করার নাই আছে নাইট মোড আপনাকে ক্লিক করার সময় খুব স্টাডি করে ধরে রাখতে হবে এমনটা না কারণ এটার মাঝে ওয়াইএস আছে মেইন


ক্যামেরাতে ওটা কাজ করছে ঠিকভাবে তো একটু টাইম দিতে হয় তবে মোটামুটি ব্রাইট একটা ছবি দেওয়ার ট্রাই করছে এবং একটু কন্টেস্টের পরিমাণ বাড়িয়ে দেয় কালারফুল ছবি দেয় আর কি এ ধরনের ছবি যদি ভালো লাগে আপনার তাইলে ভালো লাগবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আউটডোরে ভালোই ডিটেইল দিতে পারছে শার্পনেসও ভালো তবে ডাইনামিক স্যান্ডেল অতটা ভালো ছিল না এখানে আর কালারটাও একটু শিফট করে একটু ব্রাইট করে দেয় স্কিন টোন টোন এটা খুবটা খারাপ লাগে না সেলফি লেভারদের ভালো লাগার কথা ইনডোরের দিকে সফটওয়ার লক্ষ্য করবেন অনেকটাই ভিডিও 4K 30 এপিএস এ ভিডিওতে আমি


জিটারিং পেয়েছি 60 এপিএস পাওয়া গেলে তো আরো বেশি খুশি হতাম ইএস ওয়াইএস আছে এখানে আপনারা এপি 60 এপিএসও রেকর্ড করতে পারবেন জিটারিং এবং কালারটা একটু বুস্টেড এর বাইরে আমি কোন সমস্যা পাইনি আর কিি সো ক্যামেরা ডিপার্টমেন্টে এসে আপনি বুঝতে পারছেন খুব ভালো করেই যে এখানে কমতি আছে এবং গেমিং ডিভাইসগুলোতে বরাবর আমরা এগুলো দেখি তবে আমার কি মনে হয় জানেন? গেমিং গেমিং করে আলাফাইয়া বরং হ্যাঁ গেমিং ভালো করবে ঠিক আছে সেই সাথে একটু ক্যামেরাতেও ভালো দেওয়া যেতে পারে। বরং ওটা থাকলে পরে না ওই যে যারা একটু ব্যালেন্স টাইপের ফোন


চায় তাদের পুসায় যাইতো। স্পিকার স্টারিও এটার সাউন্ড যথেষ্ট লাউড এন্ড ক্লিয়ার। তবে একটু থিনার লাগতে পারে অনেকের কাছে। আমার কাছে তেমনটা মনে হয়েছে। আরেকটু ডিপ আরেকটু বেস থাকলে ভালো হতো। ভালো কল কোয়ালিটি। ওখানে কোন সমস্যা পাওয়া যায়নি। ইয়ারফিসের সাউন্ড ঠিকঠাক আছে। হ্যাপটিক ফিডব্যাক তো একেবারে টপ মচ লেভেলের না। মিডরেঞ্জ লেভেলেরই পেয়েছি এটাতে। আই মিন ভাইব্রেশন মোটরের কথা বলছি। আর হচ্ছে অন্যন্য সেন্সরের একিউরেসিও ঠিকঠাক আছে। নেটওয়ার্ক রিসেপশন জনিত কোন প্রবলেম নেই এই ফোনটাতে। সো এই ছিল আমাদের দেশের নতুন 5ভজি ডিভাইস। Realme 14 5G। এই ফোনটাকে


ওরা দাবি করছে গেমিং ফোন। ভালো কথা। গেমিং এ মোটামুটি ভালো রেজাল্ট দেয় এজ অফিশিয়াল ডিভাইস। তবে দামটা কইরা ফেলছে 42,000 টাকা। সেটাও কিন্তু কম না। ওই <unk>42000 প্রাইস পয়েন্টে আমরা আরেকটু বেটার কিছু আশা করি। আর অবশ্যই এই ডিভাইসটার একটা 8 256 GB ভেরিয়েন্টও দেশের মার্কেটে লঞ্চ করা উচিত ছিল। যেটা আবার ওই 40000 এর নিচে থাকতো এবং যাদের বাজেট 35,000 প্লাস প্লাস তারা তখন গিয়ে কিনতে পারতো। সেটা কি ভালো হইতো না? অবশ্যই ভালো হইতো। আপনাদের কি মনে হয়? Realme এই 12 জিবিটাই 40 এর মধ্যেই লক করতে পারতো। 40 এর উপরে যাওয়ার


প্রয়োজন ছিল না। আরেকটা ভেরিয়েন্ট আরেকটু কম দামে নিয়ে আসলে সব মিলে ভালো হইতো। আর ক্যামেরাতে যেটা বললাম অবশ্যই একটা আল্ট্রাওয়েড বা টেলিফোনটো থাকা উচিত ছিল। এইগুলো হলো কমতির জায়গা। আই হোপ আপনারা বুঝতে পারছেন এই ফোন কাদের হবে। কেমন লাগছে আপনাদের কাছে realme এর নতুন ডিভাইস। কমেন্ট করে জানাই ভালো থাকেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে


যথেষ্ট ব্রাইট টাইপের ছবি পাবেন এবং সেগুলো শার্পনেস প্লাস ডিটেলও ভালো পাবেন। একটু জুম করলেও আপনি ডিটেল মোটামুটি ভালো পাবেন। লাইটিং কন্ডিশন ভালো হলে। এটা কোন কথা? পোর্ট্রেট মোডে আলাদা কোন ফোকাল লেন্থে ছবি তোলার সুযোগ দেয়নি। যেখানে আমরা অন্যান্য ব্র্যান্ড থেকে অনেক সময় এমনটাও দেখেছি 20,000 টাকার নিজের ফোনেও আলাদা আলাদা ফোকাল লেন্থে ছবি তোলার সুযোগ দেয়। যদিও বা সেগুলোতে ডেডিকেটেড কোন টেলিফোট জুমনেস থাকে না। realমির এই ফোনটাতেই আমার মনে হয় ওরা একটু ডিজিটাল জুম করে আলাদা ফোকা লেন্থে পোর্ট্রেট মোড


দিতে পারতো। যেটা দেওয়া উচিত ছিল। একে তো অন্য সেন্সর দেয়ইনি। সো এখানে একটু কমতি আছে। এখন আপনাকে ওই একটা ফোকাল লেন্থে ছবি তুলতে হবে এবং পোর্ট্রেট মোড আমার কাছে খুব আহামরি লাগেনি। এসডি শুনে তো দুই একবার মিসম্যাচ পেয়েছি। সেই সাথে মানে এই ধরনের পোর্ট্রেট না এখনকার যুগের সাথে যায় না বলে আমার মনে হয়েছে আর কিি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাইয়েন আর আল্টারেটর তো নাই কিছু করার নাই আছে নাইট মোড আপনাকে ক্লিক করার সময় খুব স্টাডি করে ধরে রাখতে হবে এমনটা না কারণ এটার মাঝে ওয়াইএস আছে মেইন


ক্যামেরাতে ওটা কাজ করছে ঠিকভাবে তো একটু টাইম দিতে হয় তবে মোটামুটি ব্রাইট একটা ছবি দেওয়ার ট্রাই করছে এবং একটু কন্টেস্টের পরিমাণ বাড়িয়ে দেয় কালারফুল ছবি দেয় আর কি এ ধরনের ছবি যদি ভালো লাগে আপনার তাইলে ভালো লাগবে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আউটডোরে ভালোই ডিটেইল দিতে পারছে শার্পনেসও ভালো তবে ডাইনামিক স্যান্ডেল অতটা ভালো ছিল না এখানে আর কালারটাও একটু শিফট করে একটু ব্রাইট করে দেয় স্কিন টোন টোন এটা খুবটা খারাপ লাগে না সেলফি লেভারদের ভালো লাগার কথা ইনডোরের দিকে সফটওয়ার লক্ষ্য করবেন অনেকটাই ভিডিও 4K 30 এপিএস এ ভিডিওতে আমি


জিটারিং পেয়েছি 60 এপিএস পাওয়া গেলে তো আরো বেশি খুশি হতাম ইএস ওয়াইএস আছে এখানে আপনারা এপি 60 এপিএসও রেকর্ড করতে পারবেন জিটারিং এবং কালারটা একটু বুস্টেড এর বাইরে আমি কোন সমস্যা পাইনি আর কিি সো ক্যামেরা ডিপার্টমেন্টে এসে আপনি বুঝতে পারছেন খুব ভালো করেই যে এখানে কমতি আছে এবং গেমিং ডিভাইসগুলোতে বরাবর আমরা এগুলো দেখি তবে আমার কি মনে হয় জানেন? গেমিং গেমিং করে আলাফাইয়া বরং হ্যাঁ গেমিং ভালো করবে ঠিক আছে সেই সাথে একটু ক্যামেরাতেও ভালো দেওয়া যেতে পারে। বরং ওটা থাকলে পরে না ওই যে যারা একটু ব্যালেন্স টাইপের ফোন


চায় তাদের পুসায় যাইতো। স্পিকার স্টারিও এটার সাউন্ড যথেষ্ট লাউড এন্ড ক্লিয়ার। তবে একটু থিনার লাগতে পারে অনেকের কাছে। আমার কাছে তেমনটা মনে হয়েছে। আরেকটু ডিপ আরেকটু বেস থাকলে ভালো হতো। ভালো কল কোয়ালিটি। ওখানে কোন সমস্যা পাওয়া যায়নি। ইয়ারফিসের সাউন্ড ঠিকঠাক আছে। হ্যাপটিক ফিডব্যাক তো একেবারে টপ মচ লেভেলের না। মিডরেঞ্জ লেভেলেরই পেয়েছি এটাতে। আই মিন ভাইব্রেশন মোটরের কথা বলছি। আর হচ্ছে অন্যন্য সেন্সরের একিউরেসিও ঠিকঠাক আছে। নেটওয়ার্ক রিসেপশন জনিত কোন প্রবলেম নেই এই ফোনটাতে। সো এই ছিল আমাদের দেশের নতুন 5ভজি ডিভাইস। Realme 14 5G। এই ফোনটাকে


ওরা দাবি করছে গেমিং ফোন। ভালো কথা। গেমিং এ মোটামুটি ভালো রেজাল্ট দেয় এজ অফিশিয়াল ডিভাইস। তবে দামটা কইরা ফেলছে 42,000 টাকা। সেটাও কিন্তু কম না। ওই <unk>42000 প্রাইস পয়েন্টে আমরা আরেকটু বেটার কিছু আশা করি। আর অবশ্যই এই ডিভাইসটার একটা 8 256 GB ভেরিয়েন্টও দেশের মার্কেটে লঞ্চ করা উচিত ছিল। যেটা আবার ওই 40000 এর নিচে থাকতো এবং যাদের বাজেট 35,000 প্লাস প্লাস তারা তখন গিয়ে কিনতে পারতো। সেটা কি ভালো হইতো না? অবশ্যই ভালো হইতো। আপনাদের কি মনে হয়? Realme এই 12 জিবিটাই 40 এর মধ্যেই লক করতে পারতো। 40 এর উপরে যাওয়ার


প্রয়োজন ছিল না। আরেকটা ভেরিয়েন্ট আরেকটু কম দামে নিয়ে আসলে সব মিলে ভালো হইতো। আর ক্যামেরাতে যেটা বললাম অবশ্যই একটা আল্ট্রাওয়েড বা টেলিফোনটো থাকা উচিত ছিল। এইগুলো হলো কমতির জায়গা। আই হোপ আপনারা বুঝতে পারছেন এই ফোন কাদের হবে। কেমন লাগছে আপনাদের কাছে realme এর নতুন ডিভাইস। কমেন্ট করে জানাই ভালো থাকেন দেখা হচ্ছে নতুন ব্লগ পোস্টে।


শেষকথা :


আমাদের এই mahabishwatvnews.com পত্রিকা ওয়েবসাইটে প্রতিনিয়ত যে নিউজ বা শিক্ষনীয় ব্লগ পোস্ট করা হয় ঠিক তেমনই আজকের এই শিক্ষনীয় আর্টিকেলটি আশাকরি আপনাদের অনেক উপকারে আসছে। 🫣


আর হ্যাঁ আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে পোস্টটি শেয়ার করবেন,যাতে তারাও এই শিক্ষণীয় আর্টিকেলটি পড়ে "Realme 14 5G Rrview || এটা কি আসলেই গেমিং ফোন!" সম্পর্কে জেনে উপকৃত হতে পারে।


আরও পোস্ট পড়ুন-


Realme C71 কি ১৫ হাজার টাকায় শুধুই কি বড় ব্যাটারি নিয়ে হাজির! নাকি আছে আরও কিছু!


Realme C75X Review || realme এর এই নতুন ফোনে কি আছে নতুন? 


মহানবী হযরত মুহাম্মাদ সাঃ এর ইন্তেকালের দিন সকালে কি ঘটেছিলো ? সকল মুসলিমের জানা উচিৎ | মহাবিশ্ব টিভি নিউজ 


শিশু নবীর কষ্টের জিবনী।মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর ছোট বেলার একটি আশ্চর্য কাহিনি। ইসলামিককাহিনী| মহাবিশ্ব টিভি নিউজ 


খাজা বাবা ও জয়পালের লড়াই। খাজা বাবার জিন্দা কারামত। ইসলামিক কাহিনী। মহাবিশ্ব টিভি নিউজ

 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন