একটা সময় ছিল গ্রামের মানুষ ভাবতো সফল হতে হলে শহরে যেতে হবে বড় চাকরি বড় ব্যবসা বড় অফিসে সুখ লুকিয়ে আছে কিন্তু একজন তরুণ সেই ধারণা ভেঙ্গে দিয়েছে সে প্রমাণ করেছে সফলতা শহরে নয় সফলতা লুকিয়ে আছে গ্রামের মাটিতেই আজকে শুধু তার জীবন নয় বরং তার উসিলায় গ্রামের অনেক মানুষের জীবনও বদলে গিয়েছে সে এখন মাসে আয় করে লাখ টাকার উপরে আর আশেপাশের অনেক মানুষও তার সঙ্গে কাজ করেন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো তার ব্যবসাটা আপনি প্রতিদিনই দেখেন কিন্তু বুঝতে পারেন না এর ভিতরে লুকিয়ে আছে কোটি টাকার সম্ভাবনা। তাই আজকের ব্লগ পোস্টটি শেষ পর্যন্ত দেখুন।
কারণ আজ আমি আপনাদের সাথে যেই ব্যবসাটি নিয়ে আলোচনা করব তা হয়তো আপনার জীবনটাই পাল্টে দিতে পারে। রহিম একজন গ্রামীণ তরুণ। তার বাবা একজন কৃষক সংসার চলে টানা পড়ে নে। সে প্রতিদিনই দেখে তার বাবা রোদে মরিচ শুকায়, হলুদ কাটেন, ধনিয়া বাঁচেন। কিন্তু বাজারে গেলে পাইকাররা সেই জিনিসের দাম কমিয়ে দেন। আর শহরে গিয়ে একই পণ্য তিন গুণ দামে বিক্রি হয়। একদিন বাজার থেকে ফেরার পথে রহিমের মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগলো একই জিনিস একই মান একই স্বাদ তবুও শহরের দাম এত বেশি কেন সেই দিনই তার মনে একটা চিন্তা রূপিত হলো সে ভাবতে লাগলো
যদি আমি এই পণ্যটাই নিজের গ্রামে প্রক্রিয়াজাত করে বিক্রি করি তাহলে লাভও থাকবে আর আমাদের গ্রামের কৃষকরাও দাম পাবে রহিম সেই ভাবনাটাকে বাস্তবে রূপ দিতে শুরু করল সে তিন মাস ধরে YouTube এ ভিডিও দেখলো বই পড়লো বাজারে গিয়ে শিখতে লাগলো তারপর সে জানতে পারল সফলতার জন্য সবচেয়ে বেশি দরকার জ্ঞান ধৈর্য আর নিয়মিত চেষ্টার মানসিকতা। তাকে দেখে গ্রামের অনেকেই হাসতো। কেউ বলতো এইসব করে কিছু হবে না। কাজের কাজ কর। কিন্তু রহিম জানতো যারা আজকে হাসে তারাই কালকে তালি দিবে। একদিন সে নিজের সঞ্চয় আর বাবার সাহায্যে একটা ছোট্ট মেশিন কিনে আনলো। ঘরের এক কোুনে বসে
দিন-রাত কাজ করতে লাগল। বাবার মাঠ থেকে কিছু কাঁচামাল নিয়ে নিজের হাতে শুরু করল প্রক্রিয়াজাত করা। প্রথমবার ঘরে এমন গন্ধ ছড়িয়ে পড়লো যেটা শুনে প্রতিবেশীরা সবাই বলতে লাগলো, এই রহিম কি করছিস? এত সুন্দর গন্ধ তো আগে পাইনি। তখনো কেউ জানতো না। এই গন্ধটাই একদিন রহিমকে করবে গ্রামের সবচেয়ে বড় ব্র্যান্ড উদ্যোক্তা। এক সপ্তাহ পরে রহিম সেই পণ্য স্থানীয় দোকানে দিল। দোকানদার দেখে বললেন, ভাই এই জিনিসটা আরেকটু বেশি হবে? কারণ কাস্টমারের চাহিদা আমরা মিটাতে পারছি না। আর এত ভালো পণ্য শহরে কিনতে গেলে অনেক দাম চায়। রহিম তখনই
বুঝতে পারল লোকাল পণ্য যদি একটু বুদ্ধি আর পরিশ্রম দিয়ে ব্র্যান্ড করা যায় তাহলে শহরের দামের অর্ধেক খরচে লাভ দ্বিগুণ হয়ে যায়। তারপর থেকে প্রতিদিন ওয়াটার বাড়তে লাগলো। লোকজন বলতো রহিম ভাই ওই জিনিসটা আরো আছে তখন সে পরিপূর্ণভাবে বুঝতে পারল গ্রামেও ব্র্যান্ড তৈরি করা সম্ভব যদি মনটা সৎ আর চিন্তাটা আলাদা থাকে কিন্তু প্রশ্ন হলো রহিম আসলে কি বিক্রি করে এমন কোন জিনিস যা আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু কখনো খেয়াল করিনি এই জিনিস থেকেই তৈরি হতে পারে কোটি টাকার ব্র্যান্ড এখন সময় এসেছে সেই রহস্যের উত্তর জানার চলুন
জেনে নেই রহিমের সেই ব্যবসাটির নাম কি এবং আপনি কিভাবে এই ব্যবসাটি শুরু করতে পারেন এই ব্যবসাটির নাম হল গ্রামীণ মসলা ব্র্যান্ডিং ব্যবসায় রহিম গ্রামের চাষীদের কাছ থেকে মরিচ, হলুদ, ধনিয়া ইত্যাদি কিনে সেগুলোকে শুকিয়ে মেশিনে গুঁড়ো করে নিজের ব্র্যান্ডের নামে প্যাকেট জাত করত। তার ব্র্যান্ডের নাম ছিল দেশের গ্রান্ড। আজ সেই ব্র্যান্ড শুধু গ্রামে নয়। শহরের অনেক দোকানেও বিক্রি হয়। এমনকি অনলাইনে অর্ডার আসতে থাকে। চলুন জেনে নেই এই ব্যবসাটি করতে হলে আপনাকে কি করতে হবে। প্রথমে কাঁচামাল সংগ্রহ করতে হবে। আপনার গ্রামের অথবা আশেপাশের গ্রামের কৃষকদের
সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করুন। কেননা তারাই হবে আপনার মূল সাপ্লায়ার। তাদের কাছ থেকে আপনি প্রতিনিয়ত এই জিনিসগুলো কিনতে পারবেন। প্রক্রিয়াজাত করা। 15 থেকে 20 হাজার টাকা খরচ করে একটি ছোট্ট গ্রাইডার মেশিন কিনুন। যে মেশিন দিয়ে প্রতিদিন 30 থেকে 40 কেজি মসলা গুঁড়ো করা সম্ভব। প্যাকেজিং করা। সুন্দর প্যাকেট ডিজাইন করে বানিয়ে আনুন এবং অবশ্যই নাম রাখবেন আপনার ব্র্যান্ডের। একটি প্যাকেট তৈরি করতে খরচ হবে পাঁচ থেকে 70 টাকা। বিক্রি ও প্রচার। প্রথমে স্থানীয় দোকানে দিন হাট বাজারে রাখুন। ফেসবুক পেজ খুলে অনলাইনে অর্ডার
নিন। এইভাবে ধীরে ধীরে তৈরি করুন নিজের নামে ব্র্যান্ড। এক কেজি মরিচ কিনে আনতে খরচ হবে 300 টাকা যা গুরু করে বিক্রি করা যায় 500 থেকে 600 টাকায়। এভাবে প্রতি মাসে 50 থেকে এক লাখ টাকা পর্যন্ত লাভ করা সম্ভব। রহিম আজ শুধু তার নিজের পরিবারকে নয় তার গ্রামের কৃষকদেরও বদলাতে সাহায্য করেছে। কারণ সে প্রমাণ করেছে সফলতা শুধু শহরে নয় সফলতা লুকিয়ে আছে গ্রামের মাটিতেই। একদিন হয়তো আপনার ব্র্যান্ডের নামও থাকবে দেশের বড় বড় সুপার শপে। আর মানুষ বলবে এই ব্র্যান্ডটা তো আমাদের গ্রামের একটা ছেলের। বন্ধুরা যদি আইডিয়াটি এবং এই শিক্ষণীয় ব্লগ পোস্টটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই লাইক করবেন। আর আমাদের www.mahabishwatvnews.com পত্রিকা ব্লগার ওয়েবসাইটে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কেননা আমরা প্রতিনিয়ত এই ধরনের ব্লগ পোস্ট আপলোড করে থাকি যা থেকে আপনারা নতুন কিছু শিখতে পারেন।
শেষকথা :
আমাদের এই mahabishwatvnews.com পত্রিকা ওয়েবসাইটে প্রতিনিয়ত যে নিউজ বা শিক্ষনীয় ব্লগ পোস্ট করা হয় ঠিক তেমনই আজকের এই শিক্ষনীয় আর্টিকেলটি আশাকরি আপনাদের অনেক উপকারে আসছে। 🫣
আর হ্যাঁ আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সাথে পোস্টটি শেয়ার করবেন,যাতে তারাও এই শিক্ষণীয় আর্টিকেলটি পরে গ্রামে থেকেই লাখের ব্যবসা শুরু করে লাখ টাকা ইনকামের উপায় সম্পর্কে জেনে উপকৃত হতে পারে।
আরও পোস্ট পড়ুন-
কোনো অফিস ছাড়া, কোনো অভিজ্ঞতা ছাড়া ৫টি ছোট ব্যবসার আইডিয়া | 5 small business ideas
জীবন পরিবর্তনের সেরা লেকচার | ডক্টর নোবেল | Doctor Nobel | Motivational Speech | মোটিভেশনাল স্পিকার
চলুন পৃথিবীর ভিতরে যাত্রা শুরু করি ? বিজ্ঞানীনাও দেখে অবাক !
চুল পড়া বন্ধের ঘরোয়া উপায়। মহাবিশ্ব টিভি নিউজ
